বেতন বন্ধ সঠিক টাইমে দেওয়া হচ্ছে না, হতে হচ্ছে হয়রানির শিকার ফলে বারবার জানানো হলেও গ্যাস বটেলিং কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ।

0
217

নিজস্ব সংবাদদাতা, মালদা:- একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে ফের বিক্ষোভে সামিল হল পুরাতন মালদা গ্যাস বটেলিং প্ল্যান্টের অস্থায়ী শ্রমিকরা। বেতন বন্ধ সঠিক টাইমে দেওয়া হচ্ছে না, হতে হচ্ছে হয়রানির শিকার ফলে বারবার জানানো হলেও গ্যাস বটেলিং কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ। যার কারনে এই মর্মে সোমবার দুপুরে ভারতীয় জনতা মজদুর সেলের সমস্ত অস্থায়ী শ্রমিকরা একত্রিত হয়ে গ্যাস বটেলিং প্লান্টের বাইরে অবস্থান-বিক্ষোভ সামিল হলেন। তাদের যেটা অভিযোগ দাবি পূরণ না হলে আগামী দিনে তাদের কর্মবিরতি চলবে।
এ বিষয়ে শমিক সংগঠনের জেলা ইনচার্জ বাসুদেব ঘোষ জানান, গ্যাস মডেলিং প্ল্যান্টে কর্মরত যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তাদেরকে সরকারের নিয়ম অনুযায়ী যে প্রাপ্য দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। ফলে বঞ্চিত হতে হচ্ছে ট্রাক চালক, বটেলিং, হ্যান্ডলিং শ্রমিক সহ অন্যান্য ঠিকা শ্রমিকদের। তবে এখানে অসাধু ঠিকাদার বটেলিং প্ল্যান্টের কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে শ্রমিকদের বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here