নদিয়া, নিজস্ব সংবাদদাতা : ছেলে কে মায়ের কোলে ফিরিয়ে দিতে সোমবার বিহারের সাসারামের উদ্দ্যোশে রওনা দেওয়া হবে ছেলে কে মায়ের কোলে ফিরিয়ে দেবার জন্য। গত ১৩ই অক্টোবর নদিয়া শিমুরালি স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল বারো তের বছরের এক নাবালক ছেলে সে কথা বলতে না পারেনা ।তাকে শিমুরালি স্টেশন থেকে উদ্ধার করেন চাঁদুড়িয়া এক নম্বর জিপির তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা এবং চাঁদুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা। তাকে বাড়িতে এনে সুস্থ্ করে গুগল আর্থের সহযোগিতায় ম্যাপ দেখানো হয়।হরিদ্বারে ত্রিবিকের কাছে মন্দির দেখে আনন্দে চোখ ছলছল করে। ইশারায় জানায় ওখানে সে থাকে। গতদুমাস আগে বিহারের গিয়েছিল তাদের পরিবার এক বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে হারিয়ে যায়। থানায় অভিযোগ জানিয়ে ছেলেটির মা ভিডিও কলের মধ্যমে। ছেলের খোঁজ পেয়ে মায়ের চোখে জল। তাকে তার মায়ের কাছে পাঠানো হবে তার প্রস্তুতি চলছে।এলাকার বাসিন্দারা সংগ্রাম বাবুর বাড়িতে ছেলেটি কে দেখতে এবং এলাকার মানুষ সংগ্রামবাবু সহ যারা সাহায্য করেছেন প্রত্যেককেই ধন্যবাদ জানান।
সোমবার বিহারের সাসারামের উদ্দ্যোশে রওনা দেওয়া হবে ছেলে কে মায়ের কোলে ফিরিয়ে দেবার জন্য।

Leave a Reply