খড়গপুরের বুড়ামালা দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুলিশ সুপারকে এখানে এসে কান ধরে উঠবস করে ক্ষমা চাওয়া উচিত, মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বুড়ামালা দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুভেন্দু আরো বলেন তার গতিবিধি নজর রাখার জন্য স্পিড মিটার বসানো হয় রাস্তায় রাস্তায়। অথচ ফুল চাষিরা এখানে জাতীয় সড়কের ওপর গাড়ি লোড করার সময় কোন ট্রাফিক ছিল না বা কোন স্পিড নিয়ন্ত্রণের ব্যবস্থা করেনি স্থানীয় প্রশাসন। তাই জেলার পুলিশ সুপারকে এখানে এসে কান ধরে উঠবস করা উচিত।
উল্লেখ্য মাত্র দু’দিন আগে খড়গপুরের বুড়ামালা এলাকায় জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনায় পাঁচজন ফুল চাষী সহ ছয়জনের মৃত্যু হয়েছিল। তাদের পরিবারকে সমবেদনা শ্রদ্ধার্ঘ্য জানাতেই এসেছিলেন বিরোধী দলনেতা। পাশাপাশি আই এস এফ নেতাকে জেলে পুরেছিল, ওদের প্রার্থীদের উপরে অত্যাচার করা হয়েছিল। ইন্ডিয়া জোটে আই এস এফ এর যোগদান না প্রসঙ্গ নিয়ে তিনি বলেন ভালো করে লড়লেই ভালো, এই নিয়ে আমি কোন মন্তব্য করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *