দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অপরিকল্পিত ভাবে আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়ায় ক্ষতি হচ্ছে মৎস্য চাষীদের। মৎস্য চাষীদের পাশে দাঁড়িয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম কমিটি। এদিন সংগঠনের তরফে কর্মী সমর্থকরা পঞ্চায়েত প্রধানের কাছে তাদের ডেপুটেশন পত্র তুলে দেন। সংগঠনের দাবি অপরিকল্পিত ভাবে আত্রেয়ী নদীর একপাশে বাঁধ হওয়া হয়েছে। ফলে নদীর এক অংশ শুকিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৎস্য চাষিরা। যার প্রতিবাদে দ্রুত সমস্যার সমাধান চেয়ে এদিন ডেপুটেশন দেওয়া হয়েছে।