শুধুমাত্র নিজেদের ঐতিহ্য ধরে রাখতেই আজও মাটির প্রদীপ বানাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার একাংশ মৃৎশিল্পী।

0
117

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চাইনিস আলোকবাতির রমরমায় বন্ধ হয়ে যেতে বসেছে মাটির প্রদীপের ব্যবহার। ধুকছে এই শিল্প ও শিল্পীরা। তবে শুধুমাত্র নিজেদের ঐতিহ্য ধরে রাখতেই আজও মাটির প্রদীপ বানাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার একাংশ মৃৎশিল্পী।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, গগঙ্গারামপুর, তপন, বংশীহারী, কুমারগঞ্জ সহ আটটি ব্লক জুড়ে রয়েছে কয়েক হাজার মৃৎ শিল্পী। দীপাবলির আগে প্রদীপ তৈরির ব্যস্ততায় একসময় নাওয়া খাওয়ার সময় পেতেন না মৃৎ শিল্পীরা। কিন্ত বছর কয়েক ধরে সে চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে এজেলায়। একমাত্র চাইনিস বৈদ্যুতিক বাতির রমারমা এক শিল্প মার খাচ্ছে বলে দাবি। তবে শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখতে অল্প করে মাটির প্রদীপ গড়তে দেখা যাচ্ছে মৃৎশিল্পীদের। তাদের আবেদন, পরিবেশ বান্ধব মাটির প্রদীপ ব্যবহারে মানুষ ফের এগিয়ে আসুক। এতে শিল্পী থেকে শিল্প এবং এলাকার অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here