রুমা গুহঠাকুরতা, বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা ও ক্যালকাটা ইয়ুথ ক্যয়ারের প্রতিষ্ঠাতা। রুমা গুহঠাকুরতা একজন বাঙালি অভিনেত্রী এবং গায়িকা। ১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। মা সতী দেবী ছিলেন সেই যুগের একজন বিখ্যাত গায়িকা। বাবা সত্যেন ঘোষ। মা সতী দেবী আলমোড়ার উদয় শঙ্কর কালচার সেন্টারের মিউজিক অ্যাসেম্বলের একজন সদস্য ছিলেন এবং পরে মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারের সঙ্গীত পরিচালক হয়েছিলেন (দেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক) তাই রুমা তাঁর শৈশব আলমোড়া এবং মুম্বাইতে কাটিয়েছেন। সতী দেবীর দ্বিতীয় কাজিন হলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এবং বিজয়া রায় তাঁর ছোট বোন।
কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা। তাদের ছেলে অমিত। রুমের জন্ম ১৯৩৪ সালে কলকাতায়। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ ছিলেন সংস্কৃতিমনা মানুষ। রুমা ১৯৫২ সালে কিশোর কুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৫৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। কিশোরের সাথে সম্পর্ক ছিন্ন করার পর অরূপ গুহ ঠাকুর রুমাকে বিয়ে করেন। ১৯৬০ সালে রুমা অরূপ বাবুকে বিয়ে করেন। গায়ক শ্রমণ চক্রবর্তী অয়ন গুহ ঠাকুরতা রুমা ও অরূপ বাবুর সন্তান।
তিনি ১৯৫৮ সালে ক্যালকাটা ইয়ুথ কয়্যার প্রতিষ্ঠা করেন। সত্যজিৎ রায় পরিচালিত ‘অভিযান’ (১৯৬২) ও ‘গণশত্রু’ (১৯৮৮) তে রুমা দেবী অভিনয় করেছেন। ‘তিনকন্যা’র ‘মণিহারা’য় (১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে ‘বাজে করুণ সুরে’ গানটি রুমা দেবীর গাওয়া। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘আশিতে আসিও না’ ছবিতে ‘তুমি আকাশ এখন যদি হতে’ গানটির দৃশ্যায়নে রুমার অভিনয় আজীবন মনে রাখবেন দর্শকরা।
দেবব্রত বিশ্বাসের ছাত্রী রুমা সুগায়িকা ছিলেন। গান গেয়েছেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’, ‘বাঘিনী’, ‘পলাতক’-সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে। অভিনেত্রী হিসাবেও অত্যন্ত দক্ষ ছিলেন রুমা। সত্যজিৎ রায় থেকে তপন সিংহ, তরুণ মজুমদার থেকে রাজেন তরফদার প্রত্যেকের ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন রুমা।
‘গঙ্গা’, ‘শাখাপ্রশাখা’, ‘আরোগ্য নিকেতন’, ‘আশিতে আসিও না’, ‘অভিযান’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘নির্জন সৈকতে’, ‘বালিকা বধূ’, ‘পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট’, ‘দাদার কীর্তি’, ‘হংসমিথুন’, ‘ত্রয়ী’, ‘৩৬ চৌরঙ্গী লেন’-সহ বহু বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুমা। ‘জোয়ার ভাটা’, ‘মশাল’, ‘আফসর’, ‘রাগ রং’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
রুমা গুহঠাকুরতা ২০১৯ সালের ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ছটা নাগাদ ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন।
।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।