দক্ষিন দিনাজপুর জেলায় কামারপাড়া তুলসিপুর এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বেদিয়া বিকাশ সমিতির তরফ থেকে।

0
329

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এবার জেলার রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো বেদিয়া সম্প্রদায়ের ব্যক্তিরা। অতীতে জঙ্গলে জঙ্গলে ঘুরে সাপধরে বেড়ানো এই মানুষ গুলি সমাজের আজ প্রতিটি স্বেচ্ছায় রক্তদান শিবির গুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান করছে। দক্ষিন দিনাজপুর জেলায় কামারপাড়া তুলসিপুর এলাকায় উক্ত রক্তদান শিবিরটি আয়োজন করা হয় বেদিয়া বিকাশ সমিতির তরফ থেকে। জানাগেছে গত বছর থেকে তারা এই রক্তদান কর্মসূচি পালন করে আসছেন । দক্ষিন দিনাজপুর জেলায় বিভিন্ন গ্রাম গুলিতে বিক্ষিপ্ত ভাবে বেদিয়াদের বাস। অতীতে জঙ্গলে বাস থাকলেও কালের নিয়য়মে পালটেছে তাদের জীবন যাত্রা। তাই সমাজের মূল স্রোতে ফিরতে সমাজ সেবা মুলোক কর্মে এগিয়ে এলো বেদেয়া বিকাশ সমিতি। আজকের এই রক্ত দান শিবিরে বেশ কয়েকজন রক্ত দান করে বলে জানান সংগঠনের সভাপতি মোনমন মাহাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here