আবদুল হাই, বাঁকুড়াঃ পারিবারিক অনুষ্ঠানের মাঝেই পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই স্কুল ছাত্রের। মৃতদের নাম দেবদূত মুর্ম্মু (৬) ও গুরুপদ মুর্ম্মু (৫)। তালডাংরা থানা এলাকার ছোটোশোল গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, একটি পারিবারিক অনুষ্ঠানের মাঝেই ওই এলিকার মেট্যালা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পড়ুয়া দেবদূত মুর্ম্মু ও শিশু শ্রেণীর গুরুপদ মুর্ম্মু আরো অনেকের সঙ্গে পুকুরে স্নান করতে যায়। আরো কয়েক জন শিশুর সঙ্গে অল্প জলে খেলা করতে গিয়ে কোন কারণে হড়কে গিয়ে তারা ডুবে যায়। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত বাড়ির লোক ও আত্মীয় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জল থেকে দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply