হ্যামিল্টনগঞ্জের কালি পুজো প্রতিবছরের ন্যায় এবছরও জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হচ্ছে পুজোর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ইউরোপীয়ন সাহেবদের হাত ধরে চালু হয় হ‍্যামিল্টণগঞ্জ কালি পুজোর। এই পুজো ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কালিপুজো হল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের কালি পুজো। প্রতিবছরের ন্যায় এবছরও জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হচ্ছে পুজোর। পুজো কমিটির সদস্যরা জানান, ইউরোপিয়ান সহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো।এরজন্য একটি কাঠের তৈরি মন্দির ও মাটির প্রতিমা স্থাপন করেছিলেন তারা। স্বাধীনতার পর স্থানীয় মানুষেরা প্রতিবছর এই পুজো করে আসছেন।পরবর্তীতে আশপাশের চা বলয়ের শ্রমিক ও জনগণের সহায়তায় পাকা মন্দির ও পাথরের মূর্তি স্থাপন করা হয়। জানা গিয়েছে, কালী পুজোর দিনে আলিপুরদুয়ার জেলা ছাড়াও আশপাশের একাধিক জেলা থেকে দর্শনার্থীরা মন্দিরে পুজো দিতে আসেন। অন্যদিকে, এই কালী পুজোকে কেন্দ্র করে হ্যামিল্টনগঞ্জের আয়জন করা হয় বিশাল মেলার। ১২ দিন ব্যাপী এই মেলা চলবে বলে মেলা কমিটির তরফে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *