বংশীয়ারী ব্লক অফিসে সরকারি পুরনো নথি বিক্রি নিয়ে বিতর্ক, বিভিন্ন দুর্নীতির কাগজ পত্র পাচারের চেষ্টা করে হয়েছে বলেই বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন।

0
143

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বংশীহারী ব্লক অফিস থেকে পুরনো সরকারি নথি বিক্রি করা হয়েছে। যা নিয়ে শনিবার বিকেল তিনটা ৫০ মিনিটে বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বলেন, আমরা খবর পেয়েছি, বলেন বংশীহারীর বিডিও কিছু নথি লরি করে পাচারের চেষ্টা করছেন বা করেছেন। যেখানে ২০১৩ সালে ভোটের বিভিন্ন কাগজ দেখছি। প্রশাসনের তরফে বিভিন্ন দুর্নীতির কাগজ পত্র পাচারের চেষ্টা করে হয়েছে বলেই বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন। প্রসঙ্গত, এদিন বংশীহারী ব্লক অফিস থেকে এক লরি ভর্তি বোঝায় কাগজপত্র নিয়ে যাওয়া হয়। যা সামনে আসার পরই সরব হয়েছে বিজেপি। যদিও ফোনে যোগাযোগ করা হলে বংশীহারির বিডিও সুব্রত বল জানান,”সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই ব্লক অফিসের কাগজ অকশন করা হয়েছে।*”
*বংশীয়ারী ব্লক অফিসে সরকারি পুরনো নথি বিক্রি নিয়ে বিতর্ক জোলা জুড়ে*

দক্ষিণ দিনাজপুর

*বংশীহারী ব্লক অফিস থেকে পুরনো সরকারি নথি বিক্রি করা হয়েছে। যা নিয়ে শনিবার বিকেল তিনটা ৫০ মিনিটে বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বলেন, আমরা খবর পেয়েছি, বলেন বংশীহারীর বিডিও কিছু নথি লরি করে পাচারের চেষ্টা করছেন বা করেছেন। যেখানে ২০১৩ সালে ভোটের বিভিন্ন কাগজ দেখছি। প্রশাসনের তরফে বিভিন্ন দুর্নীতির কাগজ পত্র পাচারের চেষ্টা করে হয়েছে বলেই বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন। প্রসঙ্গত, এদিন বংশীহারী ব্লক অফিস থেকে এক লরি ভর্তি বোঝায় কাগজপত্র নিয়ে যাওয়া হয়। যা সামনে আসার পরই সরব হয়েছে বিজেপি। যদিও ফোনে যোগাযোগ করা হলে বংশীহারির বিডিও সুব্রত বল জানান,”সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই ব্লক অফিসের কাগজ অকশন করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here