সারা বছরই সে ভাবে মাটির জিনিস পত্রের চাহিদা না থাকলেও পুজো আসতে কিছুটা চাহিদা বাড়ে মাটির জিনিসের।

0
155

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ— আর কিছু পরেই আলোর উৎসব দীপাবলি ছোট পুজা তার আগে চলছে জোর কদমে মাটির প্রদীপ ধুনুচি সহ বিভিন্ন মাটি সামগ্রিক lমালদহের বামনগোলা ব্লকে পাল পাড়ায় মৃৎশিল্পীরা এখন মাটির প্রদীপ তৈরিতে করতে ব্যস্তlপাল পাড়ায় এখনো প্রদীপ হাতে তৈরি করে আসছেন মাটির প্রদীপ।সারা বছরই সে ভাবে মাটির জিনিস পত্রের চাহিদা না থাকলেও পুজো আসতে কিছুটা চাহিদা বাড়ে মাটির জিনিসের।কাঁসা-পিতলের বিভিন্ন জিনিস চলে আসায় মাটির চাহিদা অনেকটাই কমেছে কিন্তু, কালীপুজোর আগে থেকেই বেস চাহিদা বারে প্রদীপ, ঘট, ধুনুচি এর চাহিদা বারতি থাকে।দুলালি পাল,মৃৎশিল্পী জানান-পূর্বপুরুষ ধরে এই ব্যবসা আমরা করে আসছি তবে আগামী প্রজন্ম এই ব্যবসা আর করবে না কারণ যে হারে পরিশ্রম,মাটির দাম জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তাতে সেভাবে মজুরি পাওয়া যাচ্ছে না পাশাপাশি মাটি ও এখন ঠিকভাবে পাওয়া যায় না।যদিও পাওয়া যায় চড়া দামে মাটি কিনতে হয়।মাটির জিনিসের জিনিসপত্রের দাম মেলেনা পূর্বপুরুষরা এই কাজ করে আসছে তাই এই কাজকে তারা আজও চালিয়ে যাচ্ছে কিন্তু সেভাবে জিনিসপত্রের দাম না মেলায় মুখ ভার করেছেন শিল্পীরা। পূজা আসলে বেশ কিছু জিনিস বিক্রি হয় কিন্তু অন্যান সারা বছরই সেভাবে বিক্রি হয় না মাটির জিনিসপত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here