পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে বাবা তিলকা মুর্মু মাঝি স্মরনে বাবা তিলকা মুর্মু মাঝি উদযাপন কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়,এইদিন সমস্ত আদিবাসী সম্প্রদায়ের সমাজসেবীদের হাতে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় উদযাপন কমিটির তরফে, জানা গিয়েছে এই দিন শতাধিক আদিবাসী দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র,এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সহ-সভাপতি সিরাজুল পাঠান,কৃষ্ণেন্দু বিষই, সুশান্ত সিংহ,সুমন্ত পাল, রামদয়াল পান্ডে,তিলকা মুরমু মাঝি উদযাপন কমিটির সভাপতি,সুমির হেমব্রম, সম্পাদক স্নেহাশীষ মুরমু, সুধীর মান্ডি, সুকুমার হেমব্রম, চিরঞ্জিত হেমব্রম,পরেশ মান্ডি, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবুরাম মান্ডি, অশোক টুডু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।