নাবালিকা মেয়ের আত্মহত্যার প্ররোচানায় অভিযোগ অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সোমবার দুপুর ১২ টা নাগাদ জলপাইগুড়ি কতোয়ালি থানায় বিক্ষোভ গ্রামবাসীর।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নাবালিকা মেয়ের আত্মহত্যার প্ররোচানায় অভিযোগ অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সোমবার দুপুর ১২ টা নাগাদ জলপাইগুড়ি কতোয়ালি থানায় বিক্ষোভ গ্রামবাসীর। অভিযোগে, গত ১৬ ই অক্টোবর জলপাইগুড়ি কতোয়ালি থানার অন্তর্গত মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এক নাবালিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর পর পরিবারের লোকজন আত্মহত্যার প্ররোচানার অভিযোগ তুলে কুকুরজান এলাকার এক যুবকের নামে জলপাইগুড়ি কতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। অন্যদিকে নাবালিকার পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য অভিযুক্ত যুবকের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে । এই অভিযোগ তুলে অভিযুক্ত যুবকের দ্রুত গ্রেফতারের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।এই ঘটনায় আজ সদর ব্লক আইএনটিটিইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র উপস্থিত হয়ে পুরো বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান হবার দাবি জানিয়েছেন কোতয়ালী থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *