বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাবকে তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভা দূষণ সংক্রান্ত নোটিশ পাঠিয়ে কলঙ্কিত করা হচ্ছে বলে, সরব হয়েছে বিজেপি।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাবকে দূষণ সংক্রান্ত নোটিশ পাঠালো বালুরঘাট পুরসভা। বিজেপি ক্লাব বলে পরিচিত, এই অপরাধে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এই নোটিশ বলে মনে করছেন ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাবকে তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভা দূষণ সংক্রান্ত নোটিশ পাঠিয়ে কলঙ্কিত করা হচ্ছে বলে, সরব হয়েছে বিজেপি। যদিও বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনরকম রাজনৈতিক কারণে নয়, এলাকায় দূষণ রোধে, কার্যকরী ব্যবস্থা নিতে ওই ক্লাবকে নোটিশ পাঠানো হয়েছে।

এবছর বালুরঘাটের নিউ টাউন ক্লাবের পুজোর মন্ডপ তৈরি হয়েছিল রাম মন্দিরের আদলে। মূলত থারমো কল দিয়ে মন্ডপে কারু কাজ ফুটিয়ে তোলা হয়।দুর্গাপূজার পর এখনো পুজো মণ্ডপের সামগ্রী পরিস্কার করেনি বালুরঘাট নিউ টাউন ক্লাব এন্ড পল্লি পাঠাগার। ছড়িয়ে রয়েছে পুজো মন্ডপের থার্মকল। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষকে চিঠি করে পুরসভা। দ্রুত পরিবেশ দূষণকারী থার্মোকল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পুরসভার চিঠি পাওয়ার পরই সোমবার এনিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নিউ টাউন ক্লাব এন্ড পল্লি পাঠাগারের সম্পাদক অরিজিৎ মহন্ত। তিনি বলেন, এটি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাব। এবারে ভাল পুজো করেছে আমাদের ক্লাব। তাই হিংসার কারণে এমন চিঠি দেওয়া হয়েছে। গোটা এলাকায় নাকি থার্মোকল পড়ে আছে। এর থেকে দূষণ ছড়াচ্ছে৷ এই সবই ভিত্তিহীন অভিযোগ।

ক্লাব চত্বরে থার্মোকল পড়ে আছে সেটা নজরে এসেছে বলেই বালুরঘাট পুরসভার এমসিআইসি মহেশ পারখ জানিয়েছেন৷ তিনি বলেন, সেটা পরিস্কার করা হচ্ছে না। পরিবেশ দূ্ষম মুক্ত রাখতেই এই চিঠি করেছে পুরসভা৷ এখানে অন্য কোন বিষয় নেই।

তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি সুভাষ চাকী জানান, পৌরসভায় নোটিশের সাথে, তৃণমূল কংগ্রেস দলের কোনো সম্পর্ক নেই। দুর্গা পুজো পার হওয়ার পর, মণ্ডপ ভাঙ্গার পর, এলাকায় স্তুপাকৃত থার্মোকল পড়ে রয়েছে। হাওয়ায় ছড়িয়ে পড়ছে। এলাকা থেকে অভিযোগ পেয়ে বালুরঘাট পৌরসভা পরিষ্কার করার নোটিশ দিয়েছে মাত্র। বালুরঘাট পৌরসভা সময়োচিত এবং সঠিক কাজ করেছে। এই ঘটনায় কোন রাজনৈতিক অভিসন্ধি নেই বলেই তিনি জানান।

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, দুর্গাপূজায় বহু ক্লাব থার্মোকলের কারুকাজ করেছে মন্ডপে। অথচ, শুধুমাত্র নিউ টাউন ক্লাবকে দূষণ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে বালুরঘাট পৌরসভা। যেহেতু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওই ক্লাবের সভাপতি তাই, তা কলঙ্কিত করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরসভা নোটিশ পাঠিয়েছে ওই ক্লাবকে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *