আধার কার্ড নতুন অথবা সংশোধনের জন্য হয়রানির শিকার।

0
2056

উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন ধরে আধার কার্ড নতুন অথবা সংশোধনের জন্য হয়রানি এবং মোটা অংকের টাকা দিতে হয় নিয়ে বড় প্রশ্ন।
আধার কার্ড করাতে গিয়ে কোনো টাকা লাগে না কিন্তু দেখা যায় উত্তর দিনাজপুর
কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার অবস্থিত বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে আধার কার্ডের সংশোধন ও নতুন করতে করতে গিয়ে দালাল দের হাতে আধারের কাজ করাতে হবে।
দালাল চক্র এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যাঙ্কের সামনে। বেশকিছু মানুষ আধার কার্ডের সংশোধন কাজে আসলে তাদের কাজ করে দেওয়ার নামে বিপুল পরিমানের টাকা চাওয়া ও মারধরে অভিযোগে আসে। এই নিয়ে আধার কার্ডের জন্য আসা গ্রাহকরা বিক্ষোভ দেখায় । অভিযোগ ১০০ থেকে শুরু করে ৬০০, ৭০০ টাকা নেবারও অভিযোগ থাকছে।
দালাল চক্রের ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার পুলিশ ,
পুলিশ এসে একজন আটক করে নিয়ে যায়।
আধার কার্ড করাতে গিয়ে কোন টাকা লাগে না। হয়তো যারা ফ্রম ফিলাপ করতে পারেন না তারা অন্য কারো থেকে ফ্রম ফিলাপ করতে গিয়ে দশ থেকে বিশ টাকা লাগতে পারে। এর থেকে কেউ বেশি টাকার চাইলে প্রতিবাদ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here