দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে শুরু হয়েছে কর্মশালা। মূলত গ্রামীন মহিলাদের স্বনির্ভর করতেই হাতের কাজ শেখানো হয়। বালুরঘাটের বঙ্গী পদ্মপুকুর এলাকায় এদিন মহিলাদের গহনা তৈরীর প্রশিক্ষণ শুরু হয়। প্রায় ৫০ জন মহিলা ব্যক্তিগত ভাবে এবং স্বনির্ভর দলগত ভাবে এই প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন।
প্রশিক্ষণ নিতে আসা মহিলারা জানান, এর ফলে তারা হাতের কাজ শিখে নিজেরা গণনা তৈরি করতে পারবেন এবং ব্যবসায়িক ভাবে বিক্রয় করে আয় করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলায় মহিলাদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের স্বনির্ভর করতে। এবারের প্রশিক্ষণ শিবিরে মহিলাদের গহনা তৈরীর কাজ শেখানো হচ্ছে, যাতে তারা আয়ের পথ খুঁজে পান।
Home রাজ্য দঃ দিনাজপুর গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে শুরু হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কর্মশালা।