চরম সমস্যায় প্রায় ১৫ জন অস্থায়ী কর্মী।

0
63

মালদা, নিজস্ব সংবাদদাতা:—–দীর্ঘদিন ধরে বন্ধ বেতন। চরম সমস্যায় প্রায় ১৫ জন অস্থায়ী কর্মী। বাধ্য হয়ে কাজ ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই শ্রমিকরা।মৎস্য দপ্তরের অন্তর্গত মালদার ইংরেজ বাজারের বড় সাগরদিঘী মৎস্য খামার। এখানে অস্থায়ী কর্মী রয়েছেন প্রায় ১৫ জন l তাদের অভিযোগ গত ১৮-১৯ মাস ধরে তারা মাইনে পাচ্ছে না। ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে তারা। জেলা প্রশাসনিক মহল এর বিভিন্ন জায়গায় জানিও কোন লাভ হয়নি। এই পরিস্থিতির মধ্যে চরম সমস্যার মুখে এই কর্মীরা। এর মধ্যে কার্যত একজন বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এই পরিস্থিতিতে বেতন না চালু হলে ভিন রাজ্যে গিয়ে তাদের পরিযায়ী হতে হবে।
শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির । তৃণমূলের দাবি বিষয়টি জানা নেই তবে খোঁজখবর নিয়ে জেলা প্রশাসনকে বলবো বিষয়টি গুরুত্ব দেখার জন্য l
ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির অন্তর্গত বড়সাকো মডেল ফিশ ফার্মের ১৫ জন জন অস্থায়ী কর্মী প্রায় ১৯ মাস ধরে পাচ্ছেন না রীতিমতো চরম সমস্যায় পরিবারগুলিl অর্থের অভাবে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না পাশাপাশি সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে চারিধারে দিনের পর দিন দেনা বাড়ছে। অর্থের অভাবে চিকিৎসা না করাতে পেরে কয়েক মাস আগে এক অস্থায়ী কর্মী মৃত্যু ঘটেছে l পরবর্তীতে তার স্ত্রী ও স্বামীর জায়গায় কাজ যোগদান করেছে কিন্তু সেও বেতন পাচ্ছে না l অস্থায়ী কর্মীরা এই বিষয়ে মালদা জেলা পরিষদ ,জেলা প্রশাসন ,মৎস্য ভবন, এমনকি ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি কেউ চিঠি দিয়ে বারংবার জানিয়েছে তাতেও কোন সুরাহা হয়নিl এইভাবে বেতন না পেলে আগামী দিনে তাদের আত্মহত্যা ছাড়া আর কিছু উপায় থাকবেন না জানাচ্ছেন অস্থায়ী কর্মীরাll পাশাপাশি বেতনের দাবিতে হাতজোড় করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন
ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান ইতিমধ্যেই অস্থায়ী কর্মীরা বিষয়টি তাদেরকে জানিয়েছেন তবে সংখ্যাটি ১৫ জন সেটা জানা ছিলনা l সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে আশা করা যায় খুব শীঘ্রই অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হবেl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here