ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর থেকে শুরু বৃদ্ধা মায়ের উপর অমানবিক আচরণ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর প্রকাশ হলো ছেলে বৌমার আসল কীর্তি। ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর থেকে শুরু বৃদ্ধা মায়ের উপর অমানবিক আচরণ। ছেলে বৌমার অমানবিক কর্মকান্ডের পর্দা ফাঁস করলেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাদামতলা এলাকার বাসিন্দা ৭৬ বছরের বৃদ্ধা সবিতা গোস্বামী, এমন কি ঠিকমতো খেতে পড়তেও দেওয়া হয়না তাকে এমনটাই অভিযোগ ছেলে ও বৌমার প্রতি। বর্তমানে ছেলের সিদ্ধান্ত বাড়ি বিক্রি করে সমস্ত টাকা দুই ভাগে ভাগ্ করে নেবে, তবে তাতে বৃদ্ধা মা রাজি না হওয়ায় মারধর করে পেশায় শিক্ষিকা বৌমা, তাতে পুরোপুরি মদত যোগায় নিজের পেটের ছেলে বিবেকানন্দ গোস্বামী।
বৃদ্ধা মায়ের আরও অভিযোগ আমার কেনা টিভি নিজেদের ঘরে নিতে চাইছিলো ছেলে, আমি বাধা দিতেই আমাকে বলে ইলেকট্রিক এর সব বিল দিতে হবে। আমি বাড়ি টা লিখে দেওয়ার পরেও আমার যাবতীয় খরচ আমাকে নিজেকে করার কথা বলে। মাত্র ১০০০ টাকা বিধবা ভাতা পাই আর তাতে কিভাবে সব খরচ চালাবো। আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তার সাথেও মারামারি করে, খেতে দেয় না, জামাকাপড় দেয় না, অসুখ হলেও দেখে না। কথায় কথায় আমাকে মারে, আর ছেলে বলে মেরে দাও।
বর্তমানে বৃদ্ধা মায়ের দাবি তাকে ফিরিয়ে দেওয়া হোক তার বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *