জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ১০৭তম নভেম্বর বিপ্লব বার্ষিকী পালিত হল জলপাইগুড়ি জেলা জুড়ে জেলা পার্টি দপ্তরের মহামতি লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, পার্টি নেতা তাপস ভট্টাচার্য, সন্তোষ ভৌমিক সহ অন্যান্য পার্টির নেতৃবৃন্দ। জেলার সমস্ত এরিয়া দপ্তর ও শাখায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় নভেম্বর বিপ্লব বার্ষিক। জেলা পার্টি দপ্তরের নভেম্বর বিপ্লব বার্ষিকীর কর্মসূচিতে দুনিয়া কাঁপানো দশ দিনের ইতিবৃত্ত, স্বাধীনত্ত্বর ভারতবর্ষে দেশ গড়ার কাজে তদানীন্তন সমাজতান্ত্রিক রাশিয়ার ভূমিকা ও আজকের দিনে
কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের ভারতবর্ষের সংবিধান থেকে সমাজতান্ত্রিক শব্দটি বাদ দেওয়ার অপপ্রচেষ্টার বিরুদ্ধে গণতন্ত্র বিরোধী রাধা ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।