দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- এই ডিজিটাল যুগে যুব সমাজ মোবাইল গেম এবং মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত আদমপুর যুব সংঘের পরিচালনায় ডক্টর এ.পি.জে. আব্দুল কালাম স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই ফুটবল টুর্ণামেন্টের ফিতে কেটে শুভ সূচনা করেন দুবরাজপুর থানার সিআই মাধব চন্দ্র মণ্ডল ও দুবরাজপুর থানার ওসি সন্তোষ। এই খেলায় ১৬ টি দল অংশ গ্রহন করবে। আজকের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় চারটি ফুটবল দল। যথাক্রমে A গ্রুপের প্রথম পর্বে মুখোমুখি হয় যীশু ইলেভেন পাণ্ডবেশ্বর ও ইন্দ্রজিত একাডেমি রামনগর। টান টান খেলায় ১-০ গোলে ইন্দ্রজিত একাডেমি রামনগর দলকে পরাজিত করে জয়ী হয় যীশু ইলেভেন পাণ্ডবেশ্বর। দ্বিতীয় পর্বে ইদগাছা মডার্ণ স্পোর্টিং ক্লাব ও ভাই ভাই ফাইভ স্টার, গোপালপুর মুখোমুখি হয়। কিন্তু নির্ধারিত সময়ে দুই দল কোনো রান না করায় টাইব্রেকারে ভাই ভাই ফাইভ স্টার গোপালপুরকে পরাজিত করে জয়ী হয় ইদগাছা মডার্ণ স্পোর্টিং ক্লাব। প্রথম পর্বে যীশু ইলেভেন পাণ্ডবেশ্বর ও দ্বিতীয় পর্বে ইদগাছা মডার্ণ স্পোর্টিং ক্লাব জয়ী হওয়ায় এই দুই দল মুখোমুখি হয়। সেখানে ৩-০ গোলে ইদগাছা মডার্ণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে যীশু ইলেভেন পাণ্ডবেশ্বর। ফাইনালে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১ লক্ষ টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ৭০ হাজার টাকা দেওয়া হবে। এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এসেছিলেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল খাঁন, সিউড়ি সদর ক্রীড়া সহ সম্পাদক সাবির খান, বিশিষ্ট সমাজসেবী আসের খান সহ আরও অনেকে। রফিউল খান জানান, বিগত ১৫ বছর ধরে আদমপুর যুব সংঘের পরিচালনায় এই টুর্ণামেন্টে হয়ে আসছে। এই খেলায় বহু ক্রীড়া প্রেমী মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।