সাংবাদিক বৈঠক বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

0
30

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় ব্লক তৃণমূল কার্যালয়ে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা, বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি দূর্গা রাজমল্লো,ব্লক ছাত্র পরিষদের সভাপতি ভিক্টর ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মনিকা বাগ সহ আরও অন্যান্যরা।
সংবাদিক বৈঠক থেকে কাকলি গুপ্ত তা বলেন, কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলাকে সর্বদিক থেকে বঞ্চনা করছে সেটা হয়তো আমরা সকলেই জানি। বাংলার মানুষ একুশে নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত করেছে আর সেই কারণেই বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের টাকা আটকে রাখার কারণে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে আন্দোলন সংগঠিত করেছিলেন, আমরাও সামিল হয়েছিলাম, কিন্তু সেখানেও পুলিশ দিয়ে আপনাদের হেনস্থা করা হয়েছিল, কিন্তু তাতেও দমে যায়নি অভিষেক বন্দোপাধ্যায়। রাজ ভবন অভিযান করেন, রাজভবনের সামনে পাঁচ দিন যাবৎ অবস্থান বিক্ষোভ করেন, তারপরে সাক্ষাৎ হয় রাজ্যপালের সাথে। রাজ্যপাল আশ্বস্ত করেছিলেন ১০০ দিনের টাকার বিষয়ে কেন্দ্রকে জানাবেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি কেন্দ্র থেকে। আগামীতে আমদের আন্দোলন সাধারণ মানুষের স্বার্থে আরও জোরদার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here