পুত্রবধূর গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন, ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

0
72

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-শ্বশুরের কু-প্রস্তাব ফাঁস করতেই কি খুন হতে হল পুত্রবধূকে?পুত্রবধূর গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো শ্বশুরের বিরুদ্ধে।হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তাল গ্ৰাম হাট এলাকায়।ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ওই গৃহবধূর নাম আদরী খাতুন(২০)।এদিন পুলিশ মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে সূত্রে জানা গিয়েছে,দেড় বছর আগে পার্শ্ববর্তী বিহারের আজম নগর থানার অন্তর্গত কুশল গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের মেয়ে আদরী খাতুনের বিয়ে হয় হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তাল গ্ৰাম হাট গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মহিদুর রহমানের সাথে।অভিযোগ,
বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই
শ্বশুর বাড়ির লোকেরা পণের জন্য
আদরীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন করতো।বাবার বাড়ি থেকে যৌতুকের বাইক ও আসবাবপত্র নিয়ে আসার জন্য চাপ দিত।এরই মাঝে কয়েক মাস পূর্বে আদরি কে বাড়িতে রেখে ভিন রাজ্যে শ্রমিকের কাজে চলে যায় স্বামী মহিদুর রহমান।সেই সুবাদে শ্বশুরের কু-নজর পড়ে আদরীর উপর।মাঝে মধ্যেই আদরিকে কু-প্রস্তাব দিতে থাকে তার শ্বশুর বলে অভিযোগ।ফলে শ্বশুরের এই কু-প্রস্তাবে অতিষ্ঠিত হয়ে উঠে আদরী।এরপর স্বামী সহ বাবার বাড়িতে বিষয়টি জানাতে বাধ্য হয় সে।এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের এক অনুষ্ঠান চলছি।বাড়ির সকলেই ওই অনুষ্ঠান দেখতে চলে যায়। বাড়িতে একা ছিল আদরী।আর এই সুযোগে আদরীর শ্বশুর আব্দুল মান্নান রাত ৯ টা নাগাদ আদরীর গলায় দড়ি পেঁচিয়ে শ্বাস রোধ করে খুন করেছে বলে অভিযোগ মেয়ের বাবার।পুলিশ অভিযুক্ত শ্বশুরকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here