নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- মালদার হবিবপুরে ধান চাষ ও ধান বিক্রয় সহ সারের দাম সহ বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের আইহো এলাকায়।ফুল ও উত্তরীয় পরিয়ে বরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সূচনা হয়।
হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ধান চাষ ।এদিন হবিবপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানির তরফে এই এই আলোচনা মধ্যে দিয়ে কৃষকদের ধান চাষ ও ধান বিক্রি ক্ষেত্রে কি কি অসুবিধা সমস্যা হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় ।এছাড়াও প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন চাষের উপকরণ তুলে ধরা হয়। এদিন এই আলোচনা সভায় ও এলাকার প্রায়১৫০ জন চাষী ও সয়ম্বার গোষ্ঠীর মহিলাদের নিয়ে আলোচনা করা হয় যে রাসায়নিক সার কিভাবে প্রয়োগ করতে হবে জমিতে প্রয়োগ করতে হবে, পাশাপাশি কি কি সুযোগ সুবিধা পাবে চাষিরা সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।এদিন উপস্থিত ছিলেন, হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত, জয়েন্ট বিডিও রাকেশ গাইন,এডিএ অজয় রাম,বিদ্যুৎ দপ্তরের আইহো সাব সেন্টারে আধিকারিক গণেশ চন্দ্র চৌধুরী, হবিবপুর তৃনমুল কংগ্রেসের সহ হবিবপুর ফারমাস প্রসার কোম্পানির কর্মকর্তা, ম্যারেজিং ডিরেক্টর আনন্দ মৃর্ধা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক।হবিবপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানির উদ্যোগ এবং হবিবপুর ব্লক, বিদ্যুৎ দপ্তর, কৃষি বিভাগ সহযোগিতায় হবিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ নিয়ে এই আলোচনা করা হয়।এ বিষয়ে ব্লকে ভিডিও অংশুমান দত্ত বলেন হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানির একটি এনজিও ছিল আজ বড় জায়গায় পৌঁছেছে বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছে আমরা তাদের পাশে আছি বিভিন্ন সহযোগিতা করবো।