কবিতা উৎসবে মাতলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গ্ৰাম গোবিন্দপুর।

0
305

আবদুল হাই, বাঁকুড়াঃ উৎসবের মরশুম এসে গেছে বাঁকুড়া জেলায়। পেরিয়েছে দুর্গাপূজা আসন্ন কালীপূজা। তবে আপনি জানেন কি কালীপুজোর ঠিক আগেই অন্য আরেক ধরনের উৎসবে মাতলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গ্ৰাম গোবিন্দপুর। বিগত চার বছর ধরে এই গ্রামে হয়ে আসছে কবিতা উৎসব। এই বছরও সেই উৎসব পালিত হল সাড়ম্বরে। কবিতা উৎসব শুনে অবাক হলেন? ভাবছেন এ কেমন উৎসব? প্রশ্ন আসবেই। তবে জেনে নেওয়া যাক। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গোবিন্দপুর গ্রামে সম্পাদক ও কবি অরিজিৎ ঘোষের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে ২৫ থেকে ৩০ জন কবি এই কবিতা উৎসবে যোগদান করেন। কবিতায় কবিতায় মুখরিত হয়ে যায় মঞ্চ। ভীড় জমে কবিতা প্রেমীদের। যারা কবিতা ভালোবাসেন তাদের জন্য এই উৎসব যেন এক স্বপ্নের মত ছিল। কবিতা ছাড়াও নৃত্য এবং গানের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়।

মঞ্চে উপবিষ্ট নামকরা কবিদের সংবর্ধনা জানানো হয়। চলতে থাকে একের পর এক কবিতা পাঠ। চোখ বিস্ফারিত করে শুনতে থাকেন কবিতা প্রেমী ছেলে মেয়েরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here