নিজস্ব সংবাদদাতা, মালদা:—-রতুয়া ২ নম্বর ব্লকের আড়াই ডাঙ্গা অঞ্চলের গোবর জনা কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। কালী মন্দিরে বর্তমানে উপস্থিত রয়েছেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী মালদা জেলা পরিষদের মেম্বার অর্পিতা উপাধ্যায় কুমার আড়াই ডাঙ্গা অঞ্চলের এক্সপ্রধান অমর পাঠক গোটা মন্ডপ আলোতে সেজে উঠেছে এবং চলছে সিসিটিভি নজরদারি তেমনটাই দিচ্ছেন পুলিশ প্রশাসন টহলদারি। বসেছে বিশাল মেলা। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে এই পূজোয় প্রায় এক লক্ষ ভক্ত সমাগম হবে বলে জানা যায়। ইতিমধ্যে প্রশাসনের দিকদিয়ে ব্যবস্থা করা হয়েছে মেলার চতুর্দিকে পানীয় জলের ব্যবস্থা। এসে পৌঁছেছে ইন্ডিয়ান এন ডি আর এফ একটি দল। এবং এসে পৌঁছেছে একটি দমকলের গাড়ি সমস্ত মেলা চত্বর সিসিটিভি এবং ড্রোন দ্বারা নজরদারি দেওয়া হবে। আজ রাত্রি আটটার সময় চৌধুরী পরিবারের বাড়ি থেকে কাঁধে করে আনা হবে কালিমাকে কালী মায়ের মন্দিরে। পুরো চত্বরে রয়েছেন বিশাল পুলিশ বাহিনীর মোতায়ন। ভক্তরা যেন শান্তিপূর্ণভাবে পুজো দিতে পারে সেই সমস্ত দিকটাই নজরদারি রাখছেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী পুলিশ প্রশাসন।