দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অনুষ্ঠিত হলো এক অভিনব দীপাবলি উৎসব। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সোমবার সন্ধ্যায় বালুরঘাট হাসপাতালের কাছে করোই গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করল দিশারী সংকল্প নামে একটি সংস্থা। উল্লেখ থাকে যে ৫১২ জাতীয় সড়ক সম্প্রসারণের সময় এই করেই গাছ কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল এরপরে দিশারী সংকল্প সহ বালুরঘাটের বিষয়টির প্রতিবাদ করলে তাদের দাবি মেনে গাছটিকে বাঁচিয়ে 512 জাতীয় সড়ক সম্প্রসারণ করা হয়। আর এই প্রতিবাদের মুর্ত স্বরূপ করে গাছের নিচে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে দিশারী সংকল্পের পক্ষ থেকে প্রদীপ চালিয়ে গান কবিতা প্রভৃতির মাধ্যমে দীপাবলি উৎসব পালন করা হয়।
Home রাজ্য দঃ দিনাজপুর পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সোমবার সন্ধ্যায় বালুরঘাট হাসপাতালের কাছে করোই গাছের নিচে...