এলাকার উৎসাহিত যুবকরা মাদল বাজাচ্ছেন, গরু সেই তালে করছে নাচানাচি।

0
145

আবদুল হাই,বাঁকুড়া: – একটি খুঁটিতে বাঁধা রয়েছে গরু। এলাকার উৎসাহিত যুবকরা মাদল বাজাচ্ছেন। গরু সেই তালে করছে নাচানাচি। আনন্দে লুটোপুটি খাচ্ছে মানুষ। এই হচ্ছে বাঁকুড়া জেলার গরু খুটান পরব। সেই চিত্র ধরা পরল বাঁকুড়া জেলার বাঁকুড়া দুই নম্বর ব্লকের আদিবাসী গ্রাম নবজীবনপুরে। গরুকে মা ভগবতী বলে বিশ্বাস করেন গ্রামবাসীরা। সারা বছর একটি গরু অনেক কিছু দেয়।

প্রতিদান হিসেবে কালী পুজোর দিন থেকে শুরু হয় “সহরাই উৎসব”। তারপর হয় গরুর “জাগরণ” অর্থাৎ উমা- মাহা। বিশেষ গান করে জাগিয়ে রাখা হয় গরুকে। প্রতিটি বাড়ির দেয়ালে আঁকা হয় রঙিন চিত্র। সাজানো হয় নতুন রঙে। এরপর গরু খুটার দিন গরুর পা ধুয়ে দেওয়া, শিং এ তেল লাগানো এবং মাথায় লাগানো হয় সিঁদুর। গায়ে ছোপ ছোপ করে দেয়া হয় রং। লাগানো হয় ধানের শীষ। এ এক অদ্ভুত প্রস্তুতি দেখা গেল বাঁকুড়া জেলায়।

ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এইসব পরব। লেগেছে আধুনিকতার ছোঁয়া। সময় যত এগোচ্ছে বাঁকুড়া জেলা এগিয়ে চলেছে তার লোকসংস্কৃতির থেকে দূরে। তবুও ২০২৩ সালে দাঁড়িয়েও এখনও দেখা যাচ্ছে গরু খুটার মত অপূর্ব লোকসংস্কৃতিক নিদর্শন। যদি কোন ভাবে এই বছর মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উইক লিস্টে পরের বছরের জন্যে এড করুন গরু খুটা উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here