কালী পুজো উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের আরএসএ অর্থাৎ রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে “কে হবে রঞ্জনবাজারের সেরা দিদি” অনুষ্ঠান।

0
533

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- টেলিভিশনের রিমোর্ট অন করলেই সন্ধ্যায় বাঙালিরা ঘরে বসে জি বাংলায় দিদি নম্বর ওয়ান অনুষ্ঠান দেখেন। দিদি নম্বর ওয়ান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো। টেলিভিশনের এই শো বর্তমানে বিপুল জনপ্রিয়। টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখার পর নিজেকেও দিদি নম্বর ওয়ান-এর সেটে দেখতে চান অনেক মহিলা। কিন্তু কলকাতায় যাওয়ার সুযোগ আর ক’জন পান, তাও আবার বীরভূম জেলা থেকে?? তাই দিদি নম্বর ওয়ান এর মতো এমন মজাদার ও রোমাঞ্চকর কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছেও তাঁদের স্বাভাবিক। তাই তাঁদের কথা মাথায় রেখে কালী পুজো উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের আরএসএ অর্থাৎ রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে দিদি নম্বর ওয়ান-এর ধাঁচে “কে হবে রঞ্জনবাজারের সেরা দিদি” অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ জন মহিলাকে নিয়ে ৬ টি গ্রুপ অংশ নেয়। উল্লেখ্য, অডিশন দিয়েছিলেন ৩০ জন মহিলা। সেই অডিশনে ১২ জন সফল প্রতিযোগিনীরা ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পান। ৪ টি রাউণ্ডে গেম, বাজার, গান ও ব্যাট বল হাত নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি নিয়ে জমে উঠেছিল অনুষ্ঠানের আসর। প্রতিটি রাউণ্ডে রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। দুবরাজপুর রঞ্জনবাজারে ২০২৩ সালের “কে হবে রঞ্জনবাজারের সেরা দিদি”র ট্রফি ছিনিয়ে নেন অর্পিতা কর্মকার ও নন্দিনী দে। পাশাপাশি বিজিত হোন শ্রাবণী দে ও প্রিয়া সরকার। বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী রবীন দে ও ফকির বাউরী। তাছাড়াও সমস্ত প্রতিযোগিনীদের কিছু পুরস্কার তুলে দেন রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক তথা বীরভূম জেলার জনপ্রিয় কুইজ মাস্টার সৌমেন মুখার্জী। রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের সদস্য রিপন দে জানান, এবারে আমাদের পুজো অষ্টম বর্ষে পদার্পণ করল। কালী পুজোয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে। তাই আমরা অন্যরকম একটি অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করেছিলাম। কারন বাড়ির মহিলারা সবসময় বাড়িতে কাজের মধ্যে ব্যস্ত থাকেন। সেরকম তাঁরা কোনো অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেন না। তাই তাঁদের কথা চিন্তা করে আমরা এই অনুষ্ঠান করলাম। ক্যুইজ মাস্টার সৌমেন মুখার্জী জানান, রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে মহিলাদের নিয়ে এই অনুষ্ঠান করলাম। এখানে মহিলাদের ভালো উৎসাহ লক্ষ করা গেল। এই ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানাই। তাঁরা আগামী দিনেও যাতে এরকম অনুষ্ঠান করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here