দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুরের ঘাট ও আগাছা পরিষ্কার করার কাজ চলছে জোরকদমে।

0
579

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগামী ১৯ ও ২০ নভেম্বর ছটপুজো। প্রধানত বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে এই পুজো হোয়ে থাকে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই পুজোর প্রচলন রয়েছে। তাই ছটপুজোর আগে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুরের ঘাট ও আগাছা পরিষ্কার করার কাজ চলছে জোরকদমে। তাই সেখানে আজ পরিদর্শনে যান দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে। তিনি ছাড়াও এদিন ঘাট পরিদর্শন করতে যান দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর সিআই মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি সন্তোষ ভকত, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য প্রমুখ। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমাদের এখানে প্রচুর হিন্দীভাষী মানুষের বসবাস। তাই তাঁরা এই ছটপুজো করে থাকেন। এই পৌরসভার অন্তর্গত চারটি পুকুরে এই পুজো হয়ে থাকে। যেমন ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুর, ৩ নম্বর ওয়ার্ডের নায়েক পাড়ার বাঁধা পুকুর, ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরিতে একটি পুকুর এবং ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারে দুধ পুকুর। তাই আজ নায়েক পুকুরে ঘাট পরিষ্কার এবং আগাছা পরিষ্কারের কাজ চলছে এখানে এবং আমরা নিজেই দাঁড়িয়ে তদারকি করছি। এই চারটি পুকুরের মধ্যে নায়েকপুকুরে সবথেকে বেশী ভীড় হয়। তাছাড়াও রঞ্জনবাজারের দুধ পুকুরও পরিদর্শনে যান পৌর প্রধান ও পুলিশ আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here