বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দক্ষিণ পাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় আবার দেখা গেল হারিয়ে যাওয়া রশি টানাটানি খেলাটি।

আবদুল হাই, বাঁকুড়াঃ- আনন্দ বিনোদনের সময় কমছে, এমনকি মানুষ মাঠমুখীও তেমনভাবে হচ্ছেননা, এর পিছনে দায়ী মোবাইল। এই কথা যখন অনেকেই বলছেন ঠিক তখনই অন্য ছবি দেখা গেল বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর গ্রামে।

সব কিছু দাবিকে ভুল প্রমাণ করে একসময়ের গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানিতে মাতলেন তাঁরা। বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা আজও প্রচলিত।দড়ি টানাটানি খেলা মূলত শক্তি পরীক্ষার খেলা।পেশি শক্তির পাশাপাশি খুব বল প্রয়োগের দরকার হয় এই খেলায়। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দক্ষিণ পাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় আবার দেখা গেল হারিয়ে যাওয়া রশি টানাটানি খেলাটি। মহিলারা এই খেলায় মেতে উঠলো।এই বিলুপ্তপ্রায় খেলা দেখতে ভিড় উপচে পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *