আবদুল হাই,বাঁকুড়াঃ- তৃতীয়বার ক্রিকেটে বিশ্বজয়ের অপেক্ষায় ভারত। আর মাত্র কয়েক ঘন্টা পরেই গুজরাটের আহমেদবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের ফাইন্যালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ঠিক তার আগে টীম ইণ্ডিয়ার সাফল্য কামনায় পূজো দিলেন ইন্দাসের রাজখামার হাই স্কুলের কণ্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা।
কণ্যাশ্রী প্রকল্পে পাওয়া টাকা জমিয়ে রবিবার বড় গোবিন্দপুর শিব মন্দির জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলার পাশাপাশি চিঁড়ে, গুড়, দুধ ও বিভিন্ন রকমের ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে টীম ইণ্ডিয়ার সাফল্য কামনায় পূজো দিলেন তাঁরা।
রাজখামার হাই স্কুলের কণ্যাশ্রী প্রাপ্ত ছাত্রী তৃষা পাল, অঙ্কিতা কুণ্ডুরা বলেন, বিশ্বকাপ ক্রিকেটের ফাইন্যালে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সাফল্য কামনায় মন্দিরে পূজো দিলাম। এখন ভারতের বিশ্বকাপ জয়ের অপেক্ষায় আছে। বাকি আনন্দ বিশ্বকাপ জয়ের পরে হবে বলে তারা জানাই।
Leave a Reply