জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভোরবেলার ছট পুজোতেও অসংখ্য মানুষের ভিড় জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ছট ঘাটগুলোতে।আজ শেষ ছট পুজো । হিন্দি ভাষী মানুষদের কাছে এই উৎসবের একটি আলাদা মাত্রা খুঁজে পান তারা। রবিবার বিকেলে সূর্যদেব কে নদীর জলে নেমে তাকে পুজো দেয় ছট ভক্তরা।আজ সেই পুজোতে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত রা ভিড় করেছিলো এখানে। পুলিশ ছিল সব সময়েই সচেতন।ছিল জলপাইগুড়ি পৌরসভার ম্যাডিক্যাল টিম ও।ছট পুজো উপলক্ষে কিং সাহেবের ঘাটে বসেছিল একটি ছোট মেলাও।সব মিলিয়ে ছট পুজো একটি বড় ধরনের উৎসব সব জাতের মানুষের কাছে পৌছাইছে এখন ।