“হেলথ অ্যান্ড হ্যাপিনেস থ্রু রাজযোগ মেডিটেশন” শীর্ষক একটি স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের আয়োজন ।

0
178

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার জলপাইগুড়ির ড্রিল শেড, পুলিশ লাইনে “হেলথ অ্যান্ড হ্যাপিনেস থ্রু রাজযোগ মেডিটেশন” শীর্ষক একটি স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি জেলা পুলিশের সহযোগিতায় ব্রহ্মাকুমারী, জলপাইগুড়ি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গনপত, রাজস্থানের মাউন্ট আবু থেকে আগত ব্রহ্মাকুমার অধ্যাপক ই.ভি. স্বামীনাথন এবং ব্রহ্মা কুমারী, জলপাইগুড়ির অন্যান্য সদস্যবৃন্দ, ডিএসপি ক্রাইম জলপাইগুড়ি, এবং ডিএসপি ট্রাফিক জলপাইগুড়ি। বি,কে প্রফেসর ই ভি স্বামীনাথন সমবেত পুলিশ কর্মীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পাঠ দেন। অনুষ্ঠানটি পুলিশ কর্মীদের জন্য খুবই সহায়ক হয়েছে এবং তাদের রাজযোগ ধ্যান কৌশলের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি অর্জনের উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এসপি জলপাইগুড়ির ধন্যবাদ জ্ঞাপন এবং ব্রহ্মা কুমারী সংস্থার পক্ষ থেকে অতিথিদের স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here