আন্তজার্তিক দাবার আসর, প্রচারে দিব্যেন্দু বড়ুয়া।

0
600

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শহরে আন্তজার্তিক দাবার আসর।প্রচারে দিব্যেন্দু বড়ুয়া।জলপাইগুড়ি চেস একাডেমি ব্যাবস্থাপনায় জলপাইগুড়ি শহরে ফের বসতে চলছে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। আগামী ২৭ শে ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত মোট ৫ দিন ধরে শহরের এক বিলাসবহুল ভবনে অ্যাকাডেমির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে।

সংস্থা সুত্রে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তের দাবাড়ু দের পাশাপাশি বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা, নেপাল, অষ্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা প্রভৃতি দেশ থেকে প্রায় ৩০০ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এই উপলক্ষে জলপাইগুড়ি শহরে এক বর্নাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছিল ।তাতে অংশগ্রহণ করেন অর্জুন পুরষ্কার প্রাপ্ত আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত দাবাড়ু গোল্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

পরে সাংবাদিক সম্মেলনে দিব্যেন্দু বড়ুয়া বলেন শরীর ও মানসিক এই দুই স্বাস্থ্য কে চাঙ্গা রাখতে খেলার কোনও বিকল্প হয়না। আর দাবা খেলার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়। করোনা পরিস্থিতিতে শিশুদের হাতে মোবাইল চলে যাওয়ার পর থেকে তারা মোবাইল আসক্ত হয়ে গেছে। বিষয়টি খুব উদ্বেগের। এর থেকে মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। দাবা খেলার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়। যা এই পরিস্থিতি কাটাতে অনেক সাহায্য করবে। পাশাপাশি তিনি আরও বলেন দাবা এই ধরনের টুর্নামেন্টের মাধ্যেমে নতুন নতুন প্রতিভার বিকাশ হবে।তাই এদের উৎসাহ প্রদান করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here