জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং ক্রান্তি পুলিশ ফাঁড়ির পরিচালনায় এইদিন এক স্বচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রক্তদান জীবন দান। এই মহৎ কাজে এগিয়ে এলো ক্রান্তি পুলিশ ফাঁড়ি। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং ক্রান্তি পুলিশ ফাঁড়ির পরিচালনায় এইদিন এক স্বচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ফিতা কেটে রক্তদান শিবিরের উদ্ধোধন করেন মাল এস, ডি ,পি ,ও রবিন থাপা।ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি মনসুর উদ্দিন সাহেব সহ ফাঁড়ির ট্রাফিক ওসি ফারুক আহমেদ, এ, এস,আই ফুজুলুল হক ,প্রিয়নাথ অধিকারী এবং অনেক সিভিক পুলিশ রক্তদান করেন।পাশাপাশি ক্রান্তি ব্লকের অধীন দুই একটু অঞ্চলের কিছু মানুষ রক্তদান করেন। প্রতিটি রক্তদাতার হাতে সার্টিিকেট সহ গোলাপফুল তুলে দেওয়া হয় । মোট ৫৪ জন রক্তদান করেন। এই বিষয়ে মাল এস, ডি ,পি ,ও রবিন থাপা বলেন রাজ্য সরকারের একটি প্রকল্প উৎসর্গ, প্রতি মাসে ধারাবাহিক ভাবে আমরা প্রতিটি থানায় এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সংগৃহীত রক্ত মাল সুপার স্পেশালিটি হাসপাতালে দেওয়া হবে বলে তিনি জানালেন এবং রক্তদান সব থেকে বড় মহৎ কাজ তাই সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি মনসুর উদ্দিন সাহেব নিজে রক্ত দেওয়ার পরে জানালেন ,এই রক্ত মাধ্যমে করো জীবন বাঁজবে তাই খুবই খুশি অনুভব করি এবং ওনার প্রচেষ্টায় সিভিক পুলিশ সহ রক্তদাতাদের উৎসাহ ব্যাপক লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্রান্তি বি ডি ও রিমিল সরেন, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়,রাজাডাঙার অঞ্চল প্রধান সঞ্জয় উড়াও, সমাজসেবী মহাদেব রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *