নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কাঠ বোঝাই ভুটভুটি ধরতে গিয়ে বিপাকে পড়লেন বন কর্তা।বন কর্তার নির্দেশে সংকীর্ণ রাস্তায় ভুটভুটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় কাঠ বোঝাই ভুটভুটি।অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ভুটভুটির চালক ও সহকারী চালক।কোমরে ও ডান পায়ে আঘাত পায় চালক।তবে সহকারী চালক সুস্থ রয়েছে।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মধ্যে দেওগাঁও ডাঙ্গাপাড়া মসিজদ এলাকায়। জানা গিয়েছে, দক্ষিণ দেওগাঁয়ের রাজিউল ইসলাম কাঠ বোঝাই ভুটভুটি নিয়ে মাদারিহাটের রাঙ্গালিবাজনা থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক ধরে দেওগাঁয়ের দিকে যাচ্ছিল।মধ্য দেওগাঁও ডাঙ্গাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় ভুটভুটিটি আটক করে বৈধ কাগজ দেখতে চান মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায়।বৈধ কাগজ দেখাতে না পাড়ায় গাড়ি ঘুরিয়ে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।অভিযোগ, প্রশস্ত জায়গায় গাড়িটি ঘোরাতে চাইলে সেখানেই ঘোরাতে চাপ দেন রেঞ্জার।সংকীর্ণ জায়গায় গাড়ি ঘোরাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়।ঘটনার পর উত্তেজিত জনতা রেঞ্জারকে আটক করে বিক্ষোভ দেখায়।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি রেঞ্জার শুভাশিস রায়।পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ভুটভুটির ক্ষতিপূরণ এবং জখম রাজিউলের চিকিৎসার ভার বহন করার প্রতিশ্রুতি দেন রেঞ্জার।এরপর উত্তেজনা প্রশমিত হয়।
Home রাজ্য আলিপুরদুয়ার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় কাঠ বোঝাই ভুটভুটি, অল্পের জন্য প্রাণে বেঁচে...