নিজস্ব সংবাদদাতা, মালদা—মানবিক মুখ পুলিশ।দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে আর্থিক সাহায্য।সাথে বিভিন্ন বিষয়ে পাশে থাকার আশ্বাস দিল মালদহের চাঁচল থানার পুলিশ।পুলিশের আশ্বাস বানীয়ে স্বস্তির নিশ্বাস পরিবারের লোকেদের।চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতলপুরে গত শনিবার এক ভিলেজ পুলিশের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় দুই স্থানীয় বাসিন্দার মৃত্যু হয় বলে অভিযোগ আনা হয়েছিল।
এই দুর্ঘটনায় আহত হয় দুটি শিশুও।সমগ্র ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল ওই এলাকায়।ময়নাতদন্তের পর ইতিমধ্যে দুটি মৃতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।এখনও শোকগ্রস্থ পরিবারের লোকেরা।তারই মাঝে মঙ্গলবার দুপুরে চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্য পুলিশ কর্মীরা দুই মৃতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।আহত দুই শিশুর বাড়িতেও দেখা করতে যায় পুলিশ।তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য তুলে দেয় পুলিশ।
এছাড়াও আহতরা যাতে বিমার সুবিধা পায় সেই ব্যাপারেও আশ্বাস বানী শোনান আইসি।
এদিকে পুলিশের সাহায্য পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে পরিবারের লোকেরা।
এদিকে নিহদের পরিবার এলাকায় গরীব বলেই পরিচিত।তাদের ছেলেরা বছরের বেশিরভাগ সময়টা ভিনরাজ্যেই কাটাই।
সরকারি কর্মসংস্থানের দাবি তুলেছেন তারা।
এব্যাপারে আইসি পুর্ণেন্দু কুণ্ডু জানান,থানায় আবেদন করলে তা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
Leave a Reply