পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- শিশুরা পবিত্র ও নিষ্পাপ। শিশুরা মঙ্গলের কারণ, আনন্দের উপকরণ ও প্রেরণার উৎস। শিশু মানব জাতির অতীব গুরুত্বপূর্ণ অংশ। তাই শিশুর সুশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠার জন্য এবং তাদের মনন ও মেধার বিকাশের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ নিশ্চিত করা।
আর এমনই এক শিক্ষার অনুকূল পরিবেশ নিয়ে শহর মেমারির মায়েরকোলপাড়া এলাকায় বেসরকারিভাবে আত্মপ্রকাশ করল মাই জুনিয়র স্কুলের।
মেমারি শহরের মায়েরকোল পাড়া এলাকায় সোমবার ২৭ শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই মাই জুনিয়র স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার পৌর পিতা স্বপন বিষয়ী, সারদা লার্নিং সিস্টেমস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রমাপ্রসাদ শর্মা, জুলি বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের মায় জুনিয়ার স্কুলের পক্ষ থেকে ব্যাচ উত্তরীয় ও ফুলের তোড়া হাতে দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করা হয় উপস্থিত স্থানীয় প্রবীণ ও নবীন সাংবাদিকদেরও।
প্রদীপপ্রোজ্জ্বলন ও ফিতে কেটে এদিন এই মাই জুনিয়র স্কুলের শুভ উদ্বোধন করলেন মেমরি পৌরসভার পৌরপিতা স্বপন বিষয়ী সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দু’বছর থেকে ছয় বছরের শিশুদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, শিক্ষাদানে যথেষ্ট সফলতা আশা করছেন এই মাই জুনিয়ার স্কুল কর্তৃপক্ষ। এবং আগামী দিনে আরো শ্রেণী বাড়ানো হবে বলেও জানালেন তারা।
Leave a Reply