নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং এমন জিনিষ চাক্ষুষ করাতে অভিনব উদ্যোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুরে রাস উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা অনুসারে জীবন্ত মডেল। পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনলেন আগে গরুর গাড়ি, বেতের ধামা কুলো, নৌকো, হাটে কেমন বেচা কেনা হতো। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং এমন জিনিষ চাক্ষুষ করাতে এমন উদ্যোগ। শান্তিপুরের রাস দেখতে দূর দুরন্ত থেকে রাজ্য ও রাজ্যের বাইরে লোকজন ভিড় করেন। শান্তিপুরমুচি তলা বারোয়ারি 67 তম বর্ষ এইবার । শান্তিপুরে এই জীবন্ত মডেল তারা জীবিকা নির্ভর করে থাকে মডেল করে। তারা সন্ধে 6 টা থেকে রাত 2টো অবধি এই ভাবে বিভিন্ন মডেল এই ভাবে থাকবেন। তাদের পারিশ্রমিক ও দেওয়া হবে তার জন্য । রবীন্দ্রনাথ কে মডেল করা হয়েছে কারণ তিনি সৃষ্টি কর্তা তাই জন্য। কি জানাচ্ছেন মডেল ও পুজোর কমিটির সম্পাদক।–

নদিয়া তে গম চাষ বন্ধ ছিল আবার এই গম চাষ যাতে আবার শুরু করা যায় তার জন্য এই বার রাস উৎসব কে বেছে নেওয়া হয়েছে। তারা পাঞ্জাব থেকে গমের শীষ নেওয়া হয়েছে শান্তিপুর কামারপাড়া 28 তম বর্ষ এ এই বার রাধা কৃষ্ণের মূর্তি তৈরি করেছে গমের শীষ, ভুট্টা, হিমা, মটর, কলাই ডাল দিয়ে। চাকদাহ সঞ্জিত পাল একমাস ধরে এই প্রতিমা তৈরি করা হয়েছে 75 হাজার টাকা দাম পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *