দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষার্থে মেডিকেল ক্যাম্প সহ সিভিক অ্যাকশন কর্মসূচি হল ১৩৭ বিএসএফের চকগোপাল বিওপি। যার উদ্বোধন করেন এফটিআর সদর দপ্তর উত্তরবঙ্গর আইজি সূর্যকান্ত শর্মা। ছিলেন বিএসএফ এসএইচকিউ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শুভবীর ধানগার, ১৩৭ ব্যাটেলিয়ানের কমান্ডান্ট কেকে ঝা সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। স্থানীয় গ্রাম থেকে শতাধিক গ্রামবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে গ্রামবাসীদের চিকিৎসা পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জির উদ্যোগ হিসেবে ১০ টি সোলার লাইট বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে স্কুলের শিশুরা। প্রধান অতিথি, সূর্যকান্ত শর্মা, আইজি বিএসএফ বক্তব্য রাখেন এবং সুস্বাস্থ্যের গুরুত্বের উপর জোর দিতে বলেন।
Home রাজ্য দঃ দিনাজপুর মেডিকেল ক্যাম্প সহ সিভিক অ্যাকশন কর্মসূচি হল ১৩৭ বিএসএফের চকগোপাল বিওপি, উদ্বোধন...