পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে প্রাথমিক বিদ্যালয়ের ছাদের এডবেস্টার ভেঙে বিদ্যালয়ে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত ক্ষেত্রহাট প্রাথমিক বিদ্যালয়ে,বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে বেশ কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিদ্যালয়ের ছাদের এডবেস্টার ভেঙে বিদ্যালয়ের বেশ কিছু সামগ্রী চুরি করে দুষ্কৃতিরা, এরপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সকালে এসে দেখে আলমারি লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে, এরপর স্থানীয়দের এবং অভিভাবক ও কোলাঘাট থানার পুলিশকে খবর দেওয়া হয় বিদ্যালয় থেকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ, কে বা কারা এর সঙ্গে জড়িত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।
রাতের অন্ধকারে প্রাথমিক বিদ্যালয়ের ছাদের এডবেস্টার ভেঙে বিদ্যালয়ে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য।

Leave a Reply