শ্রী কৃষ্ণের লীলা খেলা ঐতিহ্যবাহী ভাঙা রাসের শোভাযাত্রায় এ যেন ফুটে ওঠে বৃন্দাবনের চিত্র।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শেষ হলো ঐতিহ্যবাহী ভাঙা রাসের শোভাযাত্রা। প্রত্যেক বছরের মতো এ বছরও বাঁধভাঙ্গা মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে শোভাযাত্রার রাজপথ। গতকাল নদীয়ার শান্তিপুরের রাজপথে ঐতিহ্যবাহী ভাঙারাসের শোভাযাত্রা অর্থাৎ কার্নিভাল বের হয়, যেখানে অংশগ্রহণ করে শান্তিপুরের ২০ টির বেশি বিগ্রহ বাড়ি, যা ভাঙা রাসের মূল আকর্ষণ। বিগ্রহ বাড়ির রাধামাধ জিউর শোভাযাত্রা আরো মূল আকর্ষণ হয়ে ওঠে। জীবন্ত রায়রাজা শ্রীকৃষ্ণের লীলা থেকে শুরু করে গোপনীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিল তার বিশেষ কিছু চিত্র তুলে ধরা হয় বিভিন্ন মডেল সাজিয়ে, যদিও বিগ্রহ বাড়ির শোভাযাত্রা শেষ হতেই শুরু হয়ে যায় শতাধিক বারোয়ারির কার্নিভাল, যেখানে চন্দননগরের আলোক শয্যায় আরো রঙিন হয়ে ওঠে রাজপথ। শুধু আলোকসজ্জা নয় চোখে পড়ার মতো বাদ্যযন্ত্র বিভিন্ন মডেলের থিম সহ বহিরাগত ক্লাব ব্যান্ড বাজিয়ে এ যেন সবকিছুকে ছাপিয়ে যায় এই শোভাযাত্রায়। তবে এই কার্নিভাল দেখার জন্য রেলের পক্ষ থেকে শিয়ালদা ও শান্তিপুরে ট্রেনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়। আর সকাল থেকেই রাত পর্যন্ত রেল স্টেশন থেকে শুরু করে রাজপথে ঢোকার মূল রাস্তায় ছিলনা পা ফেলার মত জায়গা, আর রাত যত বেড়ে যাই ততই লাখো লাখো মানুষের উপচে পরা ভীর নজরে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *