পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – (এইচআইভি) এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ গোটা বিশ্বের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হয় এইডস দিবস।এদিন এইডস বিষয়ে সচেতনতা বাড়াতে কার্জনগেটের সামনে খোলা হয় একটি ক্যাম্প। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় কার্জনগেট থেকে বর্ধমান ডেন্টাল হাসপাতাল পর্যন্ত একটি রেলিও করাহয়। এদিনের রেলিতে পায়ে পা মিলিয়ে ছেন পূর্ব বর্ধমান জেলা সিএমএইচ ও সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এদিনের রেলিতে পূর্ব বর্ধমান জেলা সিএমএইচ ও ড: জয়রাম হেমব্রম বলেন গোটা বিশ্বে আজ এইডস দিবস পালন করা হচ্ছে।এই রেলির মাধ্যমে মানুষকে আরো সচেতন করা হচ্ছে।যদিও সকলে জানেন কি ভাবে এইড ছড়ায়। এবং কি ভাবে এর নিরাময় করা জায়।
ড: সুনেত্রা মজুমদার বলেন গতবছর পূর্ব বর্ধমানে দেরলক্ষ্য মানুষের পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭৫ হাজার গর্ভপতি মহিলা, এবং দের হাজার এইচ আইভি রোগে আক্রান্তদের ও পরিক্ষা করা হয়েছে।এই রোগের চিকিৎসা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও পূর্ব বর্ধমানের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এই রোগের পরিক্ষা করাহয় এবং এর ওষুধ পাওয়া যায়।সুনেত্রা দেবী বলেন এক অপরকে রক্ত দেওয়ার মাধ্যমে হতেপারে। ইনজেকশনের সুচের মাধ্যমে এবং শারীরিক সম্পর্কের মাধ্যমে এই রোগ হতে পারে।
Leave a Reply