কর্মজীবন থেকে অবসর গ্রহণের শেষদিন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত হল ঘরে অনুতোষ দত্তকে বিদায় সংবর্ধনা দেওয়া হলো।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সহায়ক অনুতোষ দত্ত ২০১৪ সালে গ্রাম পঞ্চায়েতে সহায়ক হিসেবে কাজে যোগদান করেন।আজ ছিল ওনার অবসরের শেষদিন।আর কর্মজীবন থেকে অবসর গ্রহণের শেষদিন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত হল ঘরে ওনাকে বিদায় সংবর্ধনা দেওয়া হলো। বর্তমান প্রধান সঞ্জয় উড়াও এবং দুই প্রাপ্তন প্রধান রমেশ খেরিয়া ও আব্দুল মোতালেব সময় কালে তিনি এই গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন ।আর সেই তিনজনে আজকের অনুষ্টানে উপস্থিত ছিলেন।গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে ফুলের তোরা ,উত্তরীয় এবং স্বারক সন্মান সহ উপহার সামগ্রী দেওয়া হয়।উপস্থিত সকলে সহায়ক অনুতোষ দত্ত কাজের ভুয়সী প্রসংশা করলেন এবং ওনার ব্যবহার সবার সাথে সকলের মন জয় করে নিয়েছেন বলে বক্তাগন উল্লেখ্য করেন । এই বিষয়ে বিদায়ী সহায়ক অনুতোষ দত্ত জানালেন এই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ খুবই ভালো তিনি সকলের মঙ্গল কামনা করেন । বর্তমান পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য সদস্যরা গ্রাম পঞ্চায়েতের অফিস স্টাফ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *