পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্কুলের দরজা ভেঙ্গে চুরি,ঘটনায় এলাকায় ছড়িয়েছে যথেষ্ট চাঞ্চল্য,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী গ্রামে।জানা গিয়েছে
স্কুলের দরজার তালা ভেঙে সাউদখালীর দুটি স্কুলে ৩৫০ কেজি চাল ও অনান্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটল।শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান সাউদখালী ভজহরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ও স্কুল লাগোয়া আইসিডিএস কেন্দ্রের দরজার তালা ভঙে চাল ও অনান্য জিনিসপত্র চুরি করে পালিয়েছে দুস্কৃতিরা । স্কুলে চুরি হয়েছে বুঝতে পেরে দুই স্কুলের শিক্ষক শিক্ষাকাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা ।
প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রূপম মন্ডল
অপরদিকে আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা সীমা জানা পড়ুয়া বলেন সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ফোন করে চুরির কথা জানায় । এসে তারা দেখেন দরজা খোলা,তালা ভাঙ্গা। ঘরের ভেতর থেকে দুটো স্কুল মিলিয়ে ৩৫০ কেজি চাল,৫০ কেজি ডাল রান্নার জন্যে রাখা ৫ লিটার তেল চুরি গিয়েছে। এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন তারা।
নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী গ্রামে স্কুলের দরজা ভেঙ্গে চুরি,ঘটনায় চাঞ্চল্য।

Leave a Reply