পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জমি মাফিয়াদের বিরুদ্ধে ভারতীয় সেনার জমি কব্জা করার পাশাপাশি শিশুর দুধ বন্ধ করে দেওয়া ও আত্মীয়দের আসা-যাওয়া বন্ধ, চাষযোগ্য জমিতে ফসল কাটতে না দেওয়া,অভিযুক্তর বিরুদ্ধে সাক্ষীদের চাষে বাধা, প্রাণ নাশের হুমকির অভিযোগ। এমনই এক ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের,
অনলবেড়িয়া গ্রামে,জানা গিয়েছে উক্ত গ্রামের বাসিন্দা কৃষ্ণগোপাল দাস। পেশায় তিনি ভারতীয় সেনা অফিসার। দেশরক্ষার্থে তিনি হরিয়ানা রাজ্যের আম্বালা ছাউনিইতে কর্মরত । তার অভিযোগ এলাকার দুই জমি মাফিয়া,ধনঞ্জয় বেরা ও সুদীপ দাস বেশ কিছু সাক্রেত কে নিয়ে ভারতীয় সেনার বাড়ির জমি দখল ও প্রাণনাশের হুমকি অনবরত দিয়ে চলেছেন। তার আরো অভিযোগ তার ছোট্ট শিশুটির দুধ বন্ধ করে দেওয়া হয়েছে । প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখলে ওই প্রতিবেশীদেরকেও হুমকির মুখে পড়তে হয়।
জমি মাফিয়া রা ভারতীয় সেনাকে জানিয়ে রেখেছেন কর্মজীবন শেষের পর তাকে আসতে হবে বাড়িতে। বাড়িতে এলেই সমস্ত জমি লিখে নেওয়ার হুমকি দিয়ে রেখেছে।
ভারতীয় সেনা গোপালকৃষ্ণ দাসের পরিবার প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে।
এই সমস্ত অভিযোগ গোপালকৃষ্ণ ভূঁইয়া স্থানীয় ভূপতিনগর থানা, জেলা পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুর জেলাশাসক, ও হিউম্যান রাইটস কেউ লিখিত অভিযোগ জানিয়েছেন।
পেশায় তিনি ভারতীয় সেনা অফিসার, এক মধ্যযুগীয় বর্বরতা ও সামাজিক বয়কটের শিকার হলেন, নিন্দার ঝড়।

Leave a Reply