নিজস্ব সংবাদদাতা, মালদা:- মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বস্ত্র বিতরণ এবং বিচিত্রা অনুষ্ঠান। প্রায় দুই হাজার অসহায় দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক বিচিত্রা অনুষ্ঠান। আকাশে বেলুন এবং শান্তির প্রতীক পাইরা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহ-সভাপতি সুদীপ রাহা, ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল, সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা। জানা যায় প্রতিবছরই কালীপুজো উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে মহদিপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রাত্রে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।