মতুয়া ভালোবেসে বাংলাদেশ ছাড়েনি। তাঁরা মৌলবাদী মুসলিমদের অত্যাচারে দেশ ছেড়েছিলো। সেই মতুয়াদের সিএএ-এর ভয় দেখাচ্ছেন মমতা। : শুভেন্দু অধিকারী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মতুয়া ভালোবেসে বাংলাদেশ ছাড়েনি। তাঁরা মৌলবাদী মুসলিমদের অত্যাচারে দেশ ছেড়েছিলো। সেই মতুয়াদের সিএএ-এর ভয় দেখাচ্ছেন মমতা। তিনিই মৌলবাদী মুসলিম ও রোহিঙ্গাদের ভরসা জোগাচ্ছেন। শুক্রবার রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, পুলিশ মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে নিরাপত্তা দিতেই ব্যস্ত। বিরোধী দল কেনো সাধারণ মানুষের নিরাপত্তাও দিতে পারছে না। সরকারি করের টাকায় পুলিশকে মাইনে দিয়ে বাড়ির পুজোর কাজ করাচ্ছেন মমতা। পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা করে তিনি বলেন, এসব কারণেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে। আর তাদের পিছনে তৃণমূলের ছাপ থাকলে তো কোনও কথাই নেই।
আক্রান্ত বিজেপি কর্মী মিহিরের সুস্থতা কামনা করে শুভেন্দু আশ্বাস দেন চিকিৎসকরা অনুমতি দিলে তাঁকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে দিল্লি বা ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যাওয়া হবে। পাশাপাশি তিনি জানান, চিকিৎসকরা শনিবার বিকেল অবধি সময় চেয়েছেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনই তিনি আগামী মঙ্গলবার, ৫ ডিসেম্বর কল্যাণী তথা নদিয়া জুড়ে দুষ্কৃতীরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেন। সেদিন তিনি নিজেও হাজির থাকবেন বলে জানান। এদিন তাঁর সঙ্গে হাজির হাজির বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *