স্বচ্ছতা অভিযান বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ।

0
95

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর থেকে গ্রাম স্বচ্ছ রাখার তথা সর্বদা বলেন। পূর্ব বর্ধমান জেলাশাসক পূর্ণেন্দু মাঝি নির্দেশেও স্বচ্ছতা অভিযান প্রতিনিয়ত চলছে গোটা জেলা জুড়ে। সেই মর্মে বৈকন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাম গ্রামে স্বচ্ছতা অভিযান করা হয়। মানুষকে সর্বদা সচেতন করা হয় যত্রতত্র নোংরা ফেলবেন না ও পঞ্চায়েতের সুনির্দিষ্ট ময়লা ফেলার গাড়িতেই ফেলুন। সেই মর্মে আজ বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাম গ্রামে এবং বৈকুণ্ঠপুর এক অঞ্চলের বিভিন্ন এলাকায় বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী ও পঞ্চায়েত সদস্য আজাদ রহমান শেখ বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে নোংরা আবর্জনা পঞ্চায়েতের নোংরা ফেলার গাড়িতেই ফেলতে বলেন। তারা বলেন,আমরা সচেতন হলেই আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুষ্ঠু পরিবেশ উপহার দিতে পারব। এই স্বচ্ছতা অভিযান গোটা বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত এলাকায় আজ করা হয়। আজ স্বচ্ছতা অভিযানে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীরা ও ভিআরপি কর্মীরাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here