পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডিগ্রি যক্ষা হাসপাতাল থেকে সরকারি চেয়ার,টেবিল, লোহার খাট সহ আসবাবপত্র পাচারের অভিযোগ, সেই আসমান পত্র বোঝাই একটি গাড়ি আটক করলো এলাকাবাসীরা,এলাকাবাসীদের অভিযোগ রবিবার সকাল আটটা নাগাদ যক্ষা হাসপাতালে বেশ কিছু আহবান পত্র বোঝাই করে একটি গাড়ি যাওয়ার সময় সন্দেহ হয় এলাকাবাসীদের, তৎক্ষণাৎ ওই গাড়িটিকে আটকে খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই গাড়িটিকে আটক করে,জানা গিয়েছে ডাক্তার শ্যামল চক্রবর্তী নিজের পেডে তিনি লিখে ঐসব আসবান পত্র রিপেয়ারিংয়ের জন্য অন্যত্রে পাঠাচ্ছেন,এমনটাই দাবি ডাক্তারের,যদিও পাল্টা দাবি জানাচ্ছেন এলাকাবাসী, সমস্ত ভালো ভালো চেয়ার টেবিল কেন এভাবেই রিপেয়ারিংয়ের পাঠানো হচ্ছে, প্রশ্ন তুলছে এলাকাবাসীরা, তাহলে কি এর মধ্যে অন্য কোন রহস্য লুকিয়ে আছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডিগ্রি যক্ষা হাসপাতাল থেকে সরকারি চেয়ার,টেবিল, লোহার খাট সহ আসবাবপত্র পাচারের অভিযোগ।

Leave a Reply